রোমানা ইসলামঃ
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন প্রাণ হারিয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৬ জন মৃত্যুবরন করেন। এছাড়া সংক্রমণের হারও আশংকাজনক ভাবে বেড়ে চলেছে। নতুন করে ১৩ পুলিশ সদস্যসহ ৮৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৬৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান শনিবার সকাল ১১ টায় এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে ১৩ পুলিশ সদস্য রয়েছে। তাদের মধ্যে ৩৮ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৮০২ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৯৮ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।
এদিকে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নতুন করে ১৩ পুলিশ সদস্যসহ জেলায় মোট ৫১ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ইতিমধ্যে দুইটি পুলিশ ফাড়িঁ লকডাউন করা হয়েছে।
সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় নোয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়েই চলেছে। জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার তৃতীয় দফায় লকডাউন করা হয়েছে আগামী ৭ই জুন পর্যন্ত।
এখন পর্যন্ত বেগমগঞ্জে-১৫জন, সোনাইমুড়ি-২জন, সেনবাগ-৪জন, সুবর্ণচর-১জন, সদর-৩জন ও চাটখিল-১জনসহ জেলায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে।

Sharing is caring!