বিশেষ প্রতিনিধি

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হাতিয়া উপজেলায় আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

.

মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর এক আলোচনা সভার মধ্য দিয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কার্যক্রম শেষ হয়।

.

এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

.

প্রসঙ্গত, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যা করা হয়। এরপর স্বামী-সন্তানসহ ছয় বছর বিভিন্ন দেশে কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরতে সক্ষম হন শেখ হাসিনা। তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলকে ছোট বোন শেখ রেহানার কাছে রেখে দেশে ফেরেন তিনি।

.

এইচ/আর

Sharing is caring!