নোয়াখালীর কবিরহাট উপজেলায় ফরহাদ উদ্দিন সুমন নামের এক ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ভূঁইয়ারহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভুয়া চিকিৎসক ফরহাদ উদ্দিন সুমনের কোনো শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত সনদ না থাকলেও দীর্ঘদিন ধরে ইব্রাহিম মেডিকেল হল অ্যান্ড হাড়ভাঙার চিকিৎসালয়ে অনুমোদনহীন ওষুধ দিয়ে চিকিৎসা করে আসছেন। এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেমে প্রতারণার সত্যতা পেয়ে তিনি ফরহাদ উদ্দিন সুমনকে এক লাখ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফাতিমা সুলতানা বলেন, সাধারণ মানুষের কাছে হাড়ভাঙার চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন ফরহাদ উদ্দিন সুমন। এছাড়াও রোগীদের তিনি এক ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকেন যা স্বপ্নে পেয়েছেন বলে জানান। যা একেবারেই ভিত্তিহীন। তাই তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!