সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪০৫ কিলোমিটার।

ভূমিকম্পের সময় সিলেট নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেককে আতঙ্কে ছুটোছুটি করতেও দেখা গেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে একই সময়ে ঢাকা ও চট্টগ্রামে ভূকম্পন হয়েছে। রাত ১১টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভারত, বাংলাদেশ ও মিয়ানমার এই তিনদেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোনো দেশেই প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Sharing is caring!