বিএম সাগর, লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে অদক্ষ চালকের হাতে নতুন মোটর সাইকেল তুলে দেয়ায় নিয়ন্ত্রণ হারিয় ইব্রাহীম নামের এক কলেজ ছাত্রের মৃত্যু ।

রবিবার (১৮ আগষ্ট) সকাল হতে না হতেই শহরের জেবি রোডে এ দুর্ঘটনা ঘট।
নিহতের মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানা হয়েছে।

নিহত ইব্রাহীম স্থানীয় দালাল বাজার ডিগ্রী কলজের এইচ এস সি ১ম বর্ষর ছাত্র ও শহরের বাঞ্চানগর এলাকার সৌদি প্রবাসী আবুল খায়েরের ছেলে।
নিহতের স্বজনরা জানান, প্রবাসী ফেরত বাবার কাছে কলেজ পড়ুয়া ছেল ইব্রাহীম মোটর সাইকেলর আবদার করেন।

ঠিকমত গাড়ী চালাতে না পারলেও ছেলের আবদার রক্ষায় শনিবার বিকালে তাকে কিনে দেয়া হয় একটি নতুন মোটর সাইকেল। আজ ভোরে গাড়ীটি নিয় বাড়ী থেকে বের হয়ে যান ইব্রাহীম। পরে বেপরোয়া গতিত মোটর সাইকেল চালাত গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

লক্ষীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান মিয়া জানান, কলেজ ছাত্র অদক্ষ চালক ছিল। তাছাড়া হেলমেট বিহীন অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ী চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সে মারা যান । পুলিশ নিহত কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষীপুর হাসপাতাল মর্গে পাঠানোর পর পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়ছে। এ ঘটনায় নিহতের পরিবারকে অসচেতনাক দায়ী করলেন তিনি।

Sharing is caring!