বিএম সাগর, লক্ষীপুর প্রতিনিধি:

“ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষীপুরে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফর, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবির।

বক্তরা বলেন, পর্যটন শিল্পের ক্ষেত্রে বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ। এ সম্ভাবনার সদ্ব্যবহারে প্রতিবছর পরিবার-পরিজন নিয়ে দেশীয় পর্যটন এলাকা ভ্রমণ আমাদের সকলেরই উচিত। এজন্য আমাদের আরও বেশি আন্তরিক হতে হবে।

Sharing is caring!