বি এম সাগর, লক্ষীপুর প্রতিনিধি:

লক্ষীপুরে ডাকাতদের হামলায় আতিকউল্যাহ (৮৫) নামের এক বয়স্ক গৃহকর্তা নিহত হয়েছে। পৌর শহরের ১৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষীপুরে মঙ্গলবার গভীর রাত ৩ টার দিকে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ডাকাতিকালে এ ঘটনা ঘটে।

এসময় তাদের ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকা লুটে নিয়ে যায় ডাকাতরা। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য লক্ষীপুর সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। নিহত আতিকউল্যাহ মৃত মুসলিম মিয়ার ছেলে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও সদর থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের দরজা ভেঙ্গে আতিক উল্যার বাড়ীতে ৫/৬ জন মুখোশ পরা ডাকাতদল তাদের ঘরে ঢুকে।

এসময় ওই ঘরে থাকা আতিকউল্যা, তার মেয়ে ও গৃহপরিচারিকার হাঁত-পা, মুখ বেঁধে রাখে তাদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। পরে স্থানীয়রা এসে আতিকউল্যাকে মৃত দেখতে পান। অন্যদের বাঁধা অবস্থায় উদ্ধার করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতিকালে আতিকউল্যাহ নামের একজন নিহত হয়েছে, ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

Sharing is caring!