ডা: শফিকুল ইসলামন (স্বপন)
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ই উত্তম।
শাস্তি দিয়ে নয় সংশোধনের মাধ্যম  হোক মুক্তিযুদ্ধের চেতনায় আগামির বাংলাদেশ।
আইন হচ্ছে সৃষ্টির সেরা জীব মানুষের  জন্য সেটি যদি হয় সংশোধনের জন্য।
# হেলমেট না থাকলে হেলমেট ক্রয় বাবদ ১৫০০ টাকা জরিমানা।
পরদিন ট্রাফিক অফিস থেকে হেলমেট সংগ্রহ করতে হবে।
# ড্রাইভিং লাইসেন্স না থাকলে লাইসেন্স বাবদ ৫০০০ টাকা জরিমানা।
১৫ দিনের মধ্যে ট্রাফিক অফিস থেকে লাইসেন্স সংগ্রহ করতে হবে।
লাইসেন্স সংগে না থাকলে  ৫০০ টাকা জরিমানা।
# রেজিষ্ট্রেশন না করা থাকলে রেজিষ্ট্রেশন বাবদ জরিমানা ১৫/২৫ হাজার টাকা।
১ মাসের মধ্যে যাবতীয়  কাগজ বুঝিয়ে দিতে হবে।
# ইন্সুইরেন্স করা না থাকলে ইন্সুইরেন্স করা বাবদ ৫০০ টাকা জরিমানা।
পরদিন ট্রাফিক অফিস থেকে ইন্সুইরেন্স এর কাগজ সংগ্রহ করতে হবে।
 # যদি এমন আইন হতো তাহলে দেশ ও জাতির অনেক উন্নতি হত সমস্যাগুলোর পুরোপুরি সমাধান হতো বলে মনে করি।
বিঃদ্রঃ বাংলাদেশের আইনের প্রতি সম্মান প্রর্দশন করে  আমার ব্যক্তিগত ধারণা ও মতামত পেশ করলাম। 

Sharing is caring!