বিশেষ প্রতিনিধি

.

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরীর বিরুদ্ধে সরকারি খাস জমি, ভূমিহীনদের নথির জমি দখল করাসহ নানা অনিয়ম-দূর্ণীতিসহ নানা অভিযোগ করেছেন বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী।

.

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ক্লোজার সংলগ্ন এলাকায় শতশত নারী-পুরুষের উপস্থিতিতে চেয়ারম্যান আইয়ুব আলী সাংবাদিকদের লিখিত ভাবে এসব অভিযোগ করেন।

.

ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী লিখিত অভিযোগে সাবেক চেয়ারম্যানের সরকারি খাস জায়গা দখল, ভূমিহীনদের নথির জায়গা জবর দখল, শালিস বাণিজ্য, দলীয় সাইনবোর্ড ব্যবহার করে চাঁদাবাজিসহ নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ তুলে ধরেন।

.

এসময় তিনি বক্তব্যে প্রশাসনকে সরেজমিনে তদন্ত করে কোটি কোটি টাকা মূল্যের এসব সরকারী সম্পদ উদ্ধার এবং জোর পূর্বক দখলকৃত জেলে পাড়ার ভূমিহীনদের নথির জমি ভূমিহীনদের ফেরতের ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানান।

.

এসময় মুছাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার রূপালী বেগম, ৩নং ওয়ার্ড মেম্বার শেখ ফরিদ, ৫নং ওয়ার্ড মেম্বার জাকার হোসেন রাশেদ, ৯নং ওয়ার্ড মেম্বার নুর ইসলামের উপস্থিতিতে আরো বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড মেম্বার মো. আলী আজগর জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ভুক্তভোগি নারী-পুরুষরাও উপস্থিত সাংবাদিকদের কাছে নানা অভিযোগ করেন।

.

Sharing is caring!