এনকে টিভি প্রতিবেদকঃ

.
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের বায়তুল মামুন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠার ১৮ বছর পর উত্তোলন করা হল জাতীয় পতাকা।

.

 

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন।

.

জানা যায়, ২০০৩ খ্রিষ্টাব্দে এ মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে গত ১৮বছরে কখনও জাতীয় পতাকা উত্তোলিত হয়নি। বিষয়টি লক্ষ্য করে নতুন মাদরাসার পরিচালনা কমিটি উদ্যোগ নেন পতাকা উত্তোলনের। উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় পিঠা-পুলির উৎসব।

.

এবিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, মাদরাসাটি প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও উত্তোলন করা হয় নাই জাতীয় পতাকা। আমি নতুন কমিটির দায়িত্ব প্রাপ্তদের বিষয়টি বুঝিয়ে বলার পর আজ উত্তোলন করা হলো জাতীয় পতাকা। এছাড়াও মাদরাসাটি জরাজীর্ণ হওয়ায় ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছি।

.

মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পেশোয়ার হোসেন নিঝুম বলেন, আগের কমিটি গুলো বিষয়টি উপলব্ধি করে নাই। করোনার কারণে মাদরাসাটি প্রায় বন্ধ হওয়ার পথে। মেয়র আবদুল কাদের মির্জার সহযোগিতায় জাতীয় পতাকা উত্তোলন করতে পেরে আমরা আনন্দিত।

.

এসময় মুক্তিযোদ্ধা হাসান ইমাম বাদল, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল কাশেমসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

.

 

এইচ/আর

Sharing is caring!