বিশেষ প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজারে অবস্হিত শ্রী শ্রী রামচন্দ্র দেবের জন্মোৎসব মন্দিরের রাধা-গোবিন্দের মুর্তি চুরি হয়েছে। ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে এই দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।
.
মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী জানান,গতকাল সারাদিন পুজার সময় রাধা-গোবিন্দের বিগ্রহ সিংহাসনে ছিল।এরপর সন্ধ্যায় সত্যনারায়ণ পুজার পর বিগ্রহগুলো কে শয়ন কক্ষে রাখা হয়। এরপর তিনি ভোর পাঁচটায় মন্দিরে প্রবেশ করে শয়নকক্ষে রাধা-গোবিন্দের আসন শুন্য দেখতে পান।
.
সিসি ক্যামেরার ফুটেজে ,কাপড় দিয়ে মুখ বাধা অবস্থায় একজন চোরকে মন্দিরে প্রবেশ করতে দেখা যায়।
.
মন্দিরের সাধারন সম্পাদক গৌতম ভট্ট বলেন,ভোররাত ৩ টা ৩৬ মিনিটে চোর মন্দিরে প্রবেশ করে রাধা-গোবিন্দের বিগ্রহ চুরি করে।এই ঘটনায় তিনি হতাশা ব্যাক্ত করে জানান,গত ৭০ বছরে কখনো মন্দিরে এই ধরনের ঘটনা ঘটেনি।তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
.
নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন জানান মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর কখনো এই ধরনের ঘটনা ঘটেনি।
.
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম জানান,’আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।দোষীদের ধরতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি’।

Sharing is caring!