নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ৮ দোকানিকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে বসুরহাট বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সরকারের ধার্য্যকৃত মূল্যে পণ্য বিক্রি করছে না বলে খবর পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস। পরবর্তীতে অভিযানে গিয়ে সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ দোকানিকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানে সরকারের ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে ৮ দোকানিকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

Sharing is caring!