মোহাম্মদ শহিদ (কবিরহাট প্রতিনিধি) 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতির কবিরহাট উপজেলা শাখা।

 

রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার হাজী ইদ্রিস চত্বরের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভেঙে তাঁর নাম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা যাবে না। এ ঘৃণ্য কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

মাঈন উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কবিরহাট শাখার সভাপতি মধুসূদন নাথ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

 

কবিরহাট শাখার সভাপতি মধুসূদন নাথ বলেন’ ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান। বঙ্গবন্ধু মানে বাংলাদশে, বঙ্গবন্ধু মানে লাল-সবুজের পতাকা। বঙ্গবন্ধুকে অপমান মানে সমগ্র বাংলাদশেকে অপমান করা, সমগ্র বাঙালি জাতিকে অপমান করা। যারা এই ন্যক্কারজনক কাজ করেছে তাদরে অতিদ্রুত আইনরে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।’

 

Sharing is caring!