নিজস্ব প্রতিবেদকঃ

.

নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুটি কিডনি বিকল হওয়া প্রতিপক্ষের অনুসারী ছাত্রনেতা নূরে মাওলা রাজুর পাশে দাঁড়ালেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

.

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে নূরে মাওলা রাজুর মায়ের হাতে নগদ ১ লাখ টাকা তুলে দেন তিনি।

.

নূরে মাওলা রাজু সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলার চড়াকাঁকড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তাইজুল ইসলামের ছেলে।

.

এর আগে এবিষয়ে ফেসবুকে স্টাটাস দেন কাদের মির্জা।

স্টাটাসে কাদের মির্জা লেখেন, নূরে মাওলা রাজুর আকষ্মিক অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে জানতে পারি, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, নূরে মাওলা রাজু গুরুত্বর অসুস্থ। জানতে পারি তার দুটি কিডনি অচল হয়ে গেছে এবং এই খবর শুনে সে স্ট্রোক করে। এই বয়সের রাজুর এমন অবস্থার কথা শুনে খুবই ব্যথিত হয়েছি।

.

আল্লাহর কাছে প্রার্থনা করি নূরে মাওলা রাজু যেন সুস্থ হয়ে ফিরে আসে। আমি প্রাথমিক ভাবে নূরে মাওলা রাজুর চিকিৎসার জন্য নগদ ১ লাখ টাকা উপহার স্বরূপ প্রদান করবো। এবং ভবিষৎ এ প্রয়োজনে আরো সহযোগীতার হাত বাড়িয়ে দিতে নিরন্তর থাকবো।

আবদুল কাদের মির্জা
মেয়র
বসুরহাট পৌরসভা।

 

এইচ/আর

Sharing is caring!