এনকে টিভি প্রতিবেদকঃ

.

নোয়াখালী জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে কোম্পানীগঞ্জ থানার মো. বিল্লাল হোসেনকে নির্বাচিত করা হয়েছে। নভেম্বর মাসের কর্মমূল্যায়নে এ ঘোষণা দেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

.

রোববার (৫ ড জেলা পুলিশ লাইন্সে শহীদ কনস্টেবল মনিরুল হক হলে আয়োজিত কল্যাণ সভায় পুলিশ সুপারের পক্ষে সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা।

.

 

মো. বিল্লাল হোসেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকরা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি ২০২০ সালে পুলিশ উপপরিদর্শক পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

.

এবিষয়ে মো. বিল্লাল হোসেন বলেন, পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম স্যারের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুরস্কার পাওয়াত দায়িত্ব আরও বেড়ে গেল। আপনাদের এই মর্যাদা যেন ধরে রাখতে পারি। সাধারণ জনগণের আস্থা অর্জনে আরও উদ্যোগ নেব।

.

অনুষ্ঠানে বিভিন্নস্তরের আরও ৯ জনের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) এ এন এম সাইফুল আলম খাঁন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী, সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন, বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম, সুধারাম মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাজিম উদ্দিন, একই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জুয়েল আলম।

.

এছাড়া পুলিশ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আবদুর রহিম ও পুলিশ লাইন্সের পরিদর্শক মো. আনোয়ারুল করিমকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

.

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সহকর্মীদের এসব অর্জন দেখে ভালোই লাগে। যারা ভালো কাজ করছেন, তাদের আরও বেশি পুরস্কার দেওয়া হবে। জেলায় যেকোনো অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথে আমরা আইনের আওতায় আনছি। আইন শৃঙ্খলা রক্ষায় আমারা কঠোর অবস্থানে রয়েছি।

 

.

Sharing is caring!