এনকে টিভি প্রতিবেদক:

নোয়াখালীর সুবর্ণচরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে এনআরডিএস আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় এনআরডিএস কার্যালয়ে উক্তসভা অনুষ্ঠিত হয়। নারীনেত্রী লুবনার সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষাবীদ বাবু শিমূল চন্দ্রদাস, আক্তার হোসেন বাবুল, মোস্তফা সাহিদ, রোকসানা আক্তার, জাকির হোসেন, সমাজ সেবক ও শিক্ষানুরাগী রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উন্নয়ন কর্মি দীপ্তি নাথ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবারের দায়িত্ব নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা। এক্ষেত্রে তরুণদের এগিয়ে আসতে হবে, নাগরিক আন্দোলনকে আরো সোচ্চার হতে হবে, গণমাধ্যমকে আরো সজাগ থাকতে হবে। বাল্যবিবাহ নিরোধ আইনের ক্ষেত্রে আমরা ১৯২৯ সাল থেকে পিছিয়ে এসেছি। সমাজকে অগ্রসর করতে হলে নারী ও কন্যাশিশু নির্যাতন বন্ধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

বক্তারা নারীর অধিকার রক্ষায় নারী পুরুষ সমানভাবে এগিয়ে আসার ওপর তাগিদ দেন। বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতির পাশাপাশি নারীর প্রতি সহিংসতা, প্রতিরোধের ক্ষেত্রে অভিজ্ঞতা, রাষ্ট্রীয় দায়বদ্ধতা, তুলে ধরেন।

Sharing is caring!