মো. সেলিম:

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নে আমেরিকা প্রবাসী গোফরান মিঞা’র মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে নোয়াখোলা ইউনিয়নে শানুখালি গ্রামের ঈদগার সামনে আবদুল গোফরান মিঞার মৃত্যুর রহস্য উদঘাটন ও সুষ্ঠ তদন্তের দাবীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, পরিবারের সদস্য ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নোয়াখোলা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ ও বক্তারা বলেন, অবিলম্বে আবদুল গোফরান মিঞার মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটন করে রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ৩৫ বছর আমেরিকায় পরিবার নিয়ে বসবাস করছেন নিহত আব্দুল গোফরান। প্রতিবছর ৩-৪ বার দেশে আসেন। এবার দেশে আসার পর তিনি তার সন্তানদেরকেও ফোনে কেউ হত্যা করতে পারে বলে এমন তথ্য জানান। এ মুহূর্তে আমরা আপনাদের মাধ্যমে এই মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটনের দাবি জানান।

এ দিকে চাটখিল থানার অফিসার ইনচার্জ, আনোরুল ইসলাম জানান, পুলিশ লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মঙ্গলবার বিকেলে হন্তান্তর করেছে। পরে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয় । এ ব্যাপারে নিহত বৃদ্ধের ছেলে মানিক ৯ জনকে আসামী করে চাটখিল থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সানুখলী গ্রামের নিজ বাড়ি থেকে আবদুল গোফরান (৮০) বৃদ্ধার লাশ সকাল ১০ টায় বাড়ীর দোতালার ছাদ থেকে উদ্ধার করা হয়। পরে বাড়ির লোকজন পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Sharing is caring!