নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও এক জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩০-এ। এ সময় নতুন করে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৫৬৯-এ।

বুধবার (২৩ জুন) রাত ১১টা ৪০ মিনিটে  বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৪১৩টি নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ৫৭ জন, সুবর্ণচরে ২ জন, হাতিয়ায় ১ জন, বেগমগঞ্জে ২৬ জন, সোনাইমুড়ীতে ২ জন, চাটখিলে চার জন, সেনবাগে ৩ জন, কোম্পানীগঞ্জে ৮ জন এবং কবিরহাটে ১৫ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ৫৬৯ জন। যার মধ্যে সদরের ৪ হাজার ৫০ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৫১৯ জন রয়েছেন।

Sharing is caring!