শিমুল গোস্বামীঃ

১৭/০৬/২০২০খ্রি.
নোয়াখালী জেলা আরো ০২ জনের প্রান কেড়ে নিলো ৷ মহামারী করোনা ভাইরাস।কোম্পানিগন্জ এবং সোনাইমুড়ীতে এই দু’জনের মৃত্যু ঘটে।এছাড়াও নোয়াখালী জেলায় নতুন করে ৩৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।

এরমধ্যে নোয়াখালী সদরে ২৫জন, বেগমগঞ্জে- ০২জন, কোম্পানীগঞ্জে-০৪জন, কবিরহাটে-০৫জন এবং সূবর্ণচরে-০১জন রোগী শনাক্ত হয়।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৭৫জন।
(আক্রান্তের হার ১৯.৪৫%)

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৭জন।মোট সুস্থ রোগীর সংখ্যা- ৫৩৯জন।(সুস্থতার হার ৩৬.৫৪%)

(চাটখিল-৭৩জন,সোনাইমুড়ি-৪৭জন,সেনবাগ-৫২জন, বেগমগঞ্জ-১৮০জন, নোয়াখালী সদর-৮৭জন, কোম্পানীগঞ্জ-০৯জন, কবিরহাট-৬৮জন, সূবর্ণচর-১৮জন, হাতিয়া-০৫জন)

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ০২জনের
(কোম্পানীগঞ্জ-১জন, সোনাইমুড়ী-১জন)
মোট মৃত্যু-৩৮ জন।
(মৃত্যুর হার ২.৫৭%)
(বেগমগঞ্জ-২০জন, সোনাইমুড়ি-০৩জন, সেনবাগ-০৬জন, সূবর্ণচর-০১জন, নোয়াখালী সদর- ০৫জন, চাটখিল-০১জন, কবিরহাট-০১জন, কোম্পানিগঞ্জ-০১জন)

২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ- ২৪৫জন।আজকের প্রাপ্ত ফলাফল – ১৮৪জন।পজিটিভ -৩৭জন।নেগেটিভ -১৪৭জন।এযাবৎ মোট স্যাম্পল প্রেরণ- ৮৫৪৬জন।
প্রাপ্ত ফলাফল – ৭৫৮১জন।পজিটিভ- ১৪৭৩জন, নেগেটিভ -৬১০৮জন।

আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা : ৮৯৮জন।
কোভিড হাসপাতালে (শহীদ ভুলু ষ্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা : ৪০জন।

করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা : (উপজেলা ভিত্তিক তথ্য) :
নোয়াখালী সদর-৪৬৪জন।
সুবর্ণচর-৪০জন।
হাতিয়া-১০ জন।
বেগমগঞ্জ- ৫৫০জন।
সোনাইমুড়ী-৮৫ জন।
চাটখিল-১০২জন।
সেনবাগ-৮৩ জন।
কোম্পানীগঞ্জ -৩১ জন।
কবিরহাট-১০৬ জন।

বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা (১৪৭৫-৫৭৭) = ৮৯৮জন

Sharing is caring!