এনকে টিভি ডেস্কঃ

.

‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’-এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর মাইজদীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

.

শনিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা মৎস্য দপ্তর কার্যালয়ে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে।

.

এসময় জেলা মৎস্য কর্মকর্তা ডা. মো. মোতালেব হোসেন বলেন, মৎস্যখাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারভুক্ত খাত। বৈশ্বিক মহামারী জনিত প্রতিকূল পরিবেশে দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তিনির্ভর কার্যক্রম গ্রহণের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

.

.

জেলা মৎস্য কর্মকর্তা ডা. মো. মোতালেব হোসেন আরও বলেন, বিশ্বের প্রায় ৩৫ কোটি মানুষের জীবিকা সরাসরি সমুদ্রের উপর নির্ভরশীল। বাংলাদেশের মৎস্য উৎপাদনের প্রায় ২০ শতাংশ আসে সমুদ্র থেকে। বিশ্বের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১৬ শতাংশ অবদান খোদ বঙ্গপোসাগরের। সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহনের মাধ্যমে এ উৎপাদন আরো বহুগুণে বৃদ্ধি করা সম্ভব৷ কেবল সমুদ্র অর্থনীতির সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশে পরিবেশের ভারসাম্য বজায় রেখেই যথেষ্ট আর্থসামাজিক উন্নয়ন সাধন করা যেতে পারে।

.

মতবিনিময় সভায় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

.

 

এইচ/আর

Sharing is caring!