বিশেষ প্রতিনিধি 
নোয়াখালীতে বিদেশগামীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।
.
সোমবার (২৬ জুন) বিকেলে জেলা শহরের দত্তেরহাট এলাকার নিজস্ব কার্যালয়ের সামনে এসব গাছের চারা রোপন করা হয়। এসময় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
.
ফরিদ উদ্দিন নামের এক বিদেশগামী বলেন, গাছ আমাদের পরিবেশকে ভাল রাখে। প্রবাসীদের আত্মীয় স্বজন ও বিদেশগামীরা একসাথে গাছের চারা রোপ৷ করলে সবুজ বিপ্লব ঘটবে। এমন উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ভাই।
.
এবিষয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু ছালেক বলেন, এক কোটি ত্রিশ লক্ষ অভিবাসী ভাই-বোনদের স্মরন করে একটি করে গাছ লাগালে রক্ষা পাবে প্রকৃতি সবুজ হবে বাংলাদেশ। এই শ্লোগানকে সামনে রেখেই আমরা মহাপরিচালকের নির্দেশনায় এই বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছি। বিদেশগামী এবং যারা বিদেশে গেছেন তাদের প্রত্যেকেই এই বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহনের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে এবং বিদেশগামীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে।
.
এইচ/আর

Sharing is caring!