এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি বসত বাড়ির পুকুর পাড়ের ঝোপে অজ্ঞাত অবস্থায় এক নবজাতক শিশু পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনে বিটুর বাড়ির পুকুর পাড়ের ঝোপে এ নবজাতক শিশুকে পাওয়া যায়।

স্থানীয়দের ভাষ্যমতে জানা যায়, দুপুরে এক গৃহবধূ পুকুরে গোসল করতে এসে নবজাতকের কান্না শুনে। পরে স্থানীয় এলাকাবাসী ওই বাড়ির লোকজনের সহায়তায় প্রায় ২০-২৫ দিন বয়সী এ নবজাতক শিশুকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে ওই নবজাতক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, কে বা কাহারা লোক চক্ষুর অন্তরালে এ নবজাতক (ছেলে) শিশুকে পুকুর পাড়ে ফেলে যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে নবজাতকের খোঁজখবর নিয়েছি। পরবর্তীতে এ বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।

 

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!