শাকিল আহমেদ:
০১/০৬/২০২০
গত ২৪ ঘন্টায় নোয়াখালী জেলায় নতুন করে ২৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।নিম্নে জেলার করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থান তুলে ধরা হলো।

নতুন শনাক্তঃ
সূবর্ণ চর- ০৩ জন, বেগমগঞ্জ- ১২ জন, চাটখিল- ০৭ জন, কবিরহাট- ০১ জন।

জেলায় মোট আক্রান্তঃ ৬৮৮ জন। (আক্রান্তের হার ১৬.৮০%)

সুস্থঃ ৭২ জন। (সুস্থতার হার ১০.৪৬%)

মৃত্যুঃ১৪ জন। (মৃত্যুর হার ২.০৩%)
(বেগমগঞ্জ-০৭, সোনাইমুড়ি-০২জন, সেনবাগ-০৩জন, সূবর্ণচর- ০১জন, সদর- ০১জন)

২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ-৪৪৬ জন।
আজকের প্রাপ্ত ফলাফল -১৩৭ জন।
পজিটিভ -২৩ জন।
নেগেটিভ -১১৪জন।
এযাবৎ মোট স্যাম্পল প্রেরণ-৪৯১০ জন।
প্রাপ্ত ফলাফল – ৪০৯৫ জন।
পজিটিভ -৬৮৬ জন। নেগেটিভ -৩৪০৯ জন।
আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা : ৬০২ জন।
কোভিড হাসপাতালে (শহীদ ভুলু ষ্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা : ৩৫ জন।
করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা : (উপজেলা ভিত্তিক তথ্য) :
নোয়াখালী সদর-১৩৮ জন।
সুবর্ণচর-২০ জন।
হাতিয়া-০৬ জন।
বেগমগঞ্জ- ৩২৬ জন।
সোনাইমুড়ী-৪৭ জন।
চাটখিল-৪৪ জন।
সেনবাগ-৩১ জন।
কোম্পানিগঞ্জ -০৮ জন।
কবিরহাট-৬৮ জন।

Sharing is caring!