নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়। সোমবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র‌্যালী বের করা হয়।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) উদ্যোগে বের হওয়া এ র‌্যালী জেনারেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে,নোয়াখালি ডায়াবেটিক হাসপাতালের সামনে এসে শেষ হয়। এ সময় পথচারি, দোকানপাঠ ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহ, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল, সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান, স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমান প্রমূখ। এছাড়া র‌্যালীতে ডাক্তার, নার্স, ইন্টার্ন চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Sharing is caring!