এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মাঠে এ বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

 

জেলার নয়টি উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের অংশ গ্রহণে ও স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে ক্লাসের ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ বসন্ত বরণ ও পিঠা উৎসবে অংশ গ্রহণ করেন।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম’র সভাপতিত্ব বসন্ত বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময়দাস।

 

পিঠা উৎসবে প্রায় ৫০০ রকম ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা নিয়ে অংশগ্রহন করেন তারা। এর মধ্যে গোলাপ ফুল পিঠা, ডিমের পিঠা, তালের বড়া পিঠা, পানতুয়া পিঠা, নকশি পিঠা, নারিকেল কুচি পিঠা, ঝাল পিঠা, ডান পিঠা, দুধের সুজি পিঠা, সুজি পিঠা, ডালের পিঠা, পুলি পিঠা সহ হরেকরকমের পিঠা।

 

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!