এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালীজেলা প্রশাসননারী-পুরুষ, দরিদ্র, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠী সবার জন্য কম সময়ে, কম খরচে গ্রাম আদালতের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে জেলার গণমাধ্যম প্রতিনিধিবৃন্দকে গ্রাম আদালত আইন ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি অবহিত করণ সভা আয়োজন করে। বাংলাদেশ সরকার, ইউরোপীয়ানইউনিয়ন এবং ইউএনডিপি এর আর্থিক সহায়তায় পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (২য়পর্যায়) প্রকল্প এর সহযোগিতায় অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক এবং ইলেক্ট্রনিক মিডিয়ার ৬০জন সাংবাদিকউপস্থিত ছিলেন।

 

অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে সোমবার সকাল ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিন ব্যাপি এ কর্মশালা চলে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যজিষ্টেট মোহাম্মদ তারিকুল ইশলাম, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, গ্রাম আদালত কমিউনিকেশনস ও আউটরিচ স্পেশালিস্ট অর্পনা ঘোষ প্রমূখ।

 

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!