এনকে টিভি ডেস্কঃ  

নোয়াখালীতে গত একদিনে নতুন করে আরো ৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৭৬ জনে।

 

এদিকে ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে নোয়াখালীতে মোট ৬৯ জনের প্রাণহানি হলো। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন আরো ৮১ জন। জেলায় মোট সুস্থের সংখ্যা ২ হাজার ৫৭৮।

 

গতকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

নতুন শনাক্তদের মধ্যে, সদর উপজেলায় ২৫, বেগমগঞ্জে ১২, সোনাইমুড়ীতে ৪, চাটখিলে ২, সেনবাগে ২, কোম্পানীগঞ্জে ২২, কবিরহাটে ১২ ও সুবর্ণচরে ৬ জন রয়েছেন।

 

সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আগের তুলনায় নোয়াখালীতে করোনা সংক্রমণের মাত্রা বাড়ছে। আবার দেখা গেছে করোনা রোগীদের মধ্যে হাসপাতালের চেয়ে বাসায় সুস্থতার হার অনেক বেশি। জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর অর্ধেকের বেশিই সুস্থ হয়েছেন।

 

Sharing is caring!