নোয়াখালীর সোনাইমুড়ীর অম্বরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকতার হোসেন দুলুকে অপহরণ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার মো. আকতার হোসেন দুলু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের চেয়ারম্যান ও অম্বরনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

আদালত সূত্রে জানা যায়, ৩৬৪ ধারায় একটি অপহরণ মামলায় অম্বরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকতার হোসেনসহ পাঁচ জনকে সাজা দেওয়া হয়। তারা উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে অম্বরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকতার হোসেনসহ পাঁচ জন জামিন প্রার্থনা করলে স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান তার জামিন নাকচ করে কারাগারে পাঠান।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. এমদাদ হোসেন কৈশোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোনাইমুড়ীর অম্বরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকতার হোসেন দুলু ওই মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান তার জামিন নাকচ করে কারাগারে পাঠান।

Sharing is caring!