বিশেষ প্রতিনিধি .

.

নোয়াখালীর সদর উপজেলার নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখিনূর জাহান নীলার সাথে অংশীজনদের মতবিনিময় সভা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে নিজ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

.

উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম, কাদির হানিফ ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিম, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি শামসুর রহমান মিলন, এসো গড়ি উন্নয়ন সংস্থার পরিচালক আবদুল আউয়াল, বনিক সমিতির সভাপতি একেএম সাইফুদ্দিন সোহান, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।

.

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখিনূর জাহান নীলাকে কাজ করার অনুরোধ করেন। এছাড়াও মাদক, ইভটিজিং ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করার আহ্বান জানান।

.

এসময় আখিনূর জাহান নীলা বলেন, সকলের সহযোগিতায় নোয়াখালী সদর উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। এ উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সদর উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।

.


মতবিনিময় সভায় উপজেলার ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দীকী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন, উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ, উপজেলা কৃষি অফিসার মো. মোশরেফুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌতম চন্দ্র দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

.

প্রসঙ্গত, নরসিংদী জেলার সন্তান আখিনূর জাহান নীলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। এরপর ৩৪ তম বিসিএস এ প্রশাসন ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। আখিনূর এর আগে মুন্সীগঞ্জসহ বেশ কিছু জেলায় দ্বায়িত্ব পালন করেছেন।

.

এইচ/আর

Sharing is caring!