নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মুজিববর্ষ টিচার্স প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়েছে।

.

রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম কেক কেটে এর উদ্বোধন ঘোষণা করেন।

.

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, খেলাধুলা সকলকে করতে হবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও খেলাধুলা করবে। আমিও একজন খেলোয়াড়। খেলাধুলা করলে মন ও শরীর উভয় ভাল থাকে।

.

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, মাননীয় উপাচার্য মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় সকলের সহায়তায় এগিয়ে চলছে নোবিপ্রবি। সম্মানিত শিক্ষকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুজিববর্ষ টিচার্স প্রিমিয়ার লিগ ২০২১। এজন্য উপাচার্য মহোদয় ও কোষাধ্যক্ষ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ।

.

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক
মজনুর রহমান সবুজ বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষকদের মধ্যে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে টিচার্স প্রিমিয়ার লিগ ২০২১ আয়োজন করা হয়৷ এবারেও সেরা মূহুর্ত কাটবে আমাদের। আমরা সকলে খেলার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করবো।

.

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মুহাম্মদ আব্দুস সালামের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।

.

এসময় আয়োজক কমিটির আহবায়ক অর্থনীতি বিভাগের মো. মুহাইমিনুল ইসলাম সেলিম, ও সদস্য মাহবুবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

.

 

এইচ/আর

Sharing is caring!