নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেছেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশ-আনসার সদস্যরা থাকবেন। এছাড়াও বিজিবির চাহিদা দেওয়া হয়েছে। যেহেতু সামনে নির্বাচন তাই কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশের বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, যারা অপরাধী তারা আসলে কোনো ধর্মের নয়। কোনো ধর্মেই অপরাধীর ঠাঁই নেই। ২০২১ সালে নোয়াখালীতে পূজাকে কেন্দ্র করে যারা আইনশৃঙ্খলার অবনতি করেছে আমরা তাদের আইনের আওতায় এনেছি। ৩২টি মামলায় আমরা চার্জশিট জমা দিয়েছি। প্রত্যেকটি মামলা বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আরও বলেন, ২০২১ সালের দুষ্কৃতকারীদের নাশকতার পর সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা শেষ করেছেন। এবারও শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা হবে এটাই আমাদের সবার লক্ষ্য। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। প্রতিটি মণ্ডপে সবার আগে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে। র‍্যাব, পুলিশ, আনসার সদস্যরাও থাকবেন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) বিজয়া সেনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় সভায় কমিউনিটি পুলিশিং নোয়াখালীর সভাপতি অধ্যাপক কাজী মো. রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, নোয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট পাপ্পু সাহা, জেলা জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা তপন চন্দ্র মজুমদার, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, নেওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান , সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি প্রমুখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নোয়াখালীর ৯ উপজেলায় এ বছর ১৮৫টি পূজামণ্ডপে পূজা উদযাপন করা হবে। এর আগে ২০২১ সালে কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার জেরে নোয়াখালীর চৌমুহনীতে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হন।

Sharing is caring!