বিশেষ প্রতিনিধি

.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেছেন, দাবা খেলায় মেধার পরিচর্যা হয়। দাবা বুদ্ধিবৃত্তিক খেলা। এতে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে।

.

সোমবার (২০ জুন) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আন্তঃবিভাগ দাবা ও টেবিল টেনিস উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

.

উপাচার্য আরও বলেন, আমিও যখন ছাত্র ছিলাম তখন খেলাধূলা করতাম। বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু করার সুযোগ থাকে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মেধা ও মননে বিকাশ ঘটে।

 

.

শারিরীক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব কুমার দের সঞ্চালনায় এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

.

 

এইচ/আর

Sharing is caring!