‘করোনাকালে মানবিক পুলিশ’ গ্রন্থের জন্য বিশেষ সম্মাননা স্মারক পেয়েছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম (পিপিএম)।

.

 জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ স্মারক প্রদান করা হয়।

.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান  পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

.

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, বইটি আমি দেখেছি।  বইটি পড়তে গিয়ে চোখে জল চলে এসেছে। এখানে অত্যন্ত চমৎকারভাবে পুলিশের মানবিক কার্যক্রম গুলো তুলে ধরেছেন। এমন চমৎকার বই সকলের পড়া উচিৎ।

.

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, যখন বাবা সন্তানের লাশের পাশে যায়নি তখন পুলিশ সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। লকডাউন বাস্তবায়নসহ যাবতীয় কর্মকাণ্ড বাস্তবায়ন করতে গিয়ে পুলিশ সদস্যরা করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। এমন ঘটনা গুলো খুব সুন্দরভাবে বইটিতে উঠে এসেছে। বইটির লেখনিও অসাধারণ।

.

সম্মাননা স্মারক পাওয়া পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম (পিপিএম) বলেন, করোনাকালে পুলিশ মানুষের পাশে সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছে। দায়িত্ব পালন করতে গিয়ে শতাধিক পুলিশ সদস্য জীবন দিয়েছেন। এই বইটির জন্য আমাকে সম্মাননা স্মারক প্রদান করায় আমি ঢাকা পোস্ট এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

.

মো. শহীদুল ইসলাম আরও বলেন, নোয়াখালীতে ঢাকা পোস্ট অনেক আস্থা অর্জন করেছে।  সংবাদ পরিবেশনার পদ্ধতি অসাধারণ। পুলিশের উপর নিউজ গুলো অত্যন্ত চমৎকার হয়। আশাকরি আগামী দিনে ঢাকা পোস্ট আরও এগিয়ে যাবে। এভাবেই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

.

নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কমের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ঢাকা পোস্টের  জেলা প্রতিনিধি হাসিব আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি, মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আবু নাছের মঞ্জু, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ,  সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক সাইফুল্লাহ কামরুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান,   চ্যানেল টোয়েন্টিফোরের   প্রতিনিধি সুমন ভৌমিক, ডিবিসি নিউজের প্রতিনিধি আসাদুজ্জামান কাজলসহ আরও অনেকে।

.

Sharing is caring!