নোয়াখালীর চাটখিলে দুরারোগ্য রোগে আক্রান্ত, প্রতিবন্ধী ও অসহায় ৭১ পরিবারের মুখে হাসি ফোটালো সমাজসেবা অধিদপ্তর।
সোমবার (২৯ মে) বিকেলে উপজেলা মিলনায়তনে এসব পরিবারের মাঝে ১২ লাখ টাকা ও হুইল চেয়ার বিতরণ করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি।

চাটখিল সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অসহায় রোগীদের মাঝে অনুদান প্রদান করা হয়। এর মধ্যে দুরারোগ্য ব্যাধি ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারের এ সহযোগিতা দেওয়া হয়।

আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে এবার ২১ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সাড়ে ১০ লাখ টাকা, অসচ্ছল ১৫ প্রতিবন্ধীকে ১৫টি হুইল চেয়ার এবং ৩৫ জনকে আর্থিক সহায়তা হিসেবে দেড় লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে

এ বিষয়ে এমপি ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গরিব- দুঃখীদের কথা ভাবেন। তার নেতৃত্বাধীন সরকার সবসময় অসহায়দের পাশে রয়েছে। তার অংশ হিসেবে দুরারোগ্য ব্যাধি ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিস আক্রান্ত ২১জন ব্যক্তিকে ৫০হাজার টাকা করে সর্বমোট দশ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করি এবং ১৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ১ জনকে ট্রাইসাইকেল দেওয়া হয়। এছাড়াও ৩৫ জন দুস্থ-অসহায় ব্যক্তির মধ্যে ১০ জনকে ৫ হাজার টাকা করে, ২৫ জনকে ৪ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মো. আলী হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sharing is caring!