নিজস্ব প্রতিবেদকঃ

.

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন ও দোয়া মাহফিল করা হয়েছে।

.

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জন্মবার্ষিকী উদযাপন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

.

মেয়র আবদুল কাদের মির্জার সহধর্মিণী আক্তার জাহান বকুল মুক্তযুদ্ধকালীন প্রেক্ষাপটে শেখ কামালের ভূমিকা এবং ক্রীড়াঙ্গনে তার অনন্য অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল ক্রীড়া, সংস্কৃতির সবক্ষেত্রেই অবদান রেখেছেন।

.

তিনি আরও বলেন, শেখ কামাল ছিলেন মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক। তার অবদান বাঙালি জাতি কোনো দিন ভুলবে না। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, ততদিন জাতির হৃদয়ে বেঁচে থাকবেন শেখ কামাল।

.

 

জন্মদিনের কেক কাটার পর জাতির পিতা ও তার পরিবারের সদস্য, জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের সব শহীদ ও বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

.

অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

.

 

 

এইচ/আর

Sharing is caring!