মো. সেলিম:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চর হাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাজারীরহাট চৌরাস্তার দক্ষিণ পাশ্বে সফি উল্যাহ মিয়ার ভাড়াটিয়াদের বাসায় ইলেকট্রিকের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়া গুরুত্বর আহত অবস্থায় ওই ইলেকট্রিক মিস্ত্রীকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাপস চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত ইউছুফ মাষ্টার (৩০) উপজেলার চর হাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মানকাজি ব্যাপারী বাড়ির জহুরুল হকের ছেলে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তদন্ত পূর্বক পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে

Sharing is caring!