মো. সেলিম:

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় কবিরহাট বাজারের মজিব চত্ত্বর থেকে র‌্যালীটি বের হয়ে বাজার প্রদক্ষিন শেষে কবিরহাট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে গিয়ে র‌্যালীটি শেষ করেন।

উক্ত বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় কবিরহাট থানা, নোয়াখালীর আয়োজনে ও কমিউনিটি পুলিশ কবিরহাট উপজেলার সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ মোকতাসের মামুন চিশতীর সভাপতিত্বে উক্ত র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কবিরহাট পৌর সভার সাবেক কাউন্সিলর মো. বায়েদ কমিশনার, সুন্দলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বেলায়েত হোসেন, ধানশালিক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান কামাল, কবিরহাট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুজ্জামান বিএসসি, কোরবান আলী মাস্টার, আবু নাছের মোল্লা, মোশারফ হোসেন কামাল, কবিরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোতাহের হোসেন টিপু, ফয়েজ মেম্বার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিউনিটি পুলিশের সদস্য বৃন্দ।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তারা কমিউনিটি পুলিশের সকল সুবিধা তুলে ধরে বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ” তাই আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ সহ সকল অপরাধকে প্রতিহত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং পুলিশকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

Sharing is caring!