মো. সেলিম:

২০১৮-১৯ অর্থবছরে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (SACP) এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, কবিরহাট, নোয়াখালীর আয়োজনে দুপুর সাড়ে ১২টায় উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নের মুড়া আমিরাবাদ মসজিদ প্রাঙ্গণে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কবিরহাট, নোয়াখালীর মোঃ শামস্ এ আরেফিনের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক ড. মোঃ আবুল হোসেন। উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইউছুফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, কৃষক জয়নাল আবেদিন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ আবুল হোসেন উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের সকল কৃষি কাজের সফলতা পেতে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা গণ সর্বদা নিয়োজিত রয়েছে এবং আপনাদের কাজের মান উন্নয়নে আমরা সকল প্রকার সহযোগিতা করব।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধানশালিক ইউনিয়নের ২নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য ডাঃ জাহাঙ্গীর আলম, ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ জহির উদ্দিন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ এন এম সেলিম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাগর চন্দ্র দাস, সৈয়দ নোমান আহাম্মদ সহ আগত কৃষকরা।

Sharing is caring!