বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

.

শুক্রবার (১১ মার্চ) মাগরিবের পর উপজেলার বিভিন্ন স্থানে এ মিছিল অনুষ্ঠিত হয়।

.

কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, ওবায়দুল কাদের সাহেব আমাদের গর্ব। উনাকে নিয়ে কটুক্তি করায় আমাদের অস্তিত্বে আঘাত এসেছে। তাই কটুক্তিকারী মাতাল এমপি একরামকে দ্রুত আইনের আওতায় আনতে কবিরহাট ও কোম্পানীগঞ্জে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

.

আরও বলা হয়, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেইসঙ্গে একরামুল করিম চৌধুরীকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করছে।

.

কাদের মির্জা সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল ঢাকা পোস্টকে প্রেস বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোয়াখালী আওয়ামী রাজনীতির একমাত্র অভিভাবক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের ৭৫ পরবর্তী বাংলাদেশ ছাত্রলীগের হ্যামিলনের বাঁশিওয়ালা। তিনি জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

.

Sharing is caring!