এনকে টিভি ডেস্ক:

 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের দর পতনের পাশাপাশি লেনদেন কমেছে আড়াইশ কোটির নিচে। তবে প্রধান সূচক কমলেও ইতিবাচক ডিএসইএস ও ডিএসই শরিয়া সূচক। লেনদেনের শুরুর দিকে সূচকের গতি বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

লেনদেন শুরুর ২০ মিনিটের মাথায় বিক্রির চাপ বাড়লে সূচক প্রায় ৩০ পয়েন্ট কমে যায়। এরপর আবার কেনার চাপ বাড়লে সূচক ৪ হাজার ৪১৫ পয়েন্টে উঠে যায় যা গতকালের সর্বোচ্চ ছিল। শেষ পর্যায়ে প্রায় ৪ পয়েন্টে নেতিবাচক অবস্থানে চলে যায়। একই চিত্র দেখা গেছে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। প্রধান সূচক দুইটি কমলেও সিএসআই ও সিএসই-৫০ সূচক ইতিবাচক ছিল।

গতকালের বাজার পর্যবেক্ষণ করে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ কমে ৪ হাজার ৩৯০ দশমিক ৬৭, ডিএসইএস বা শরিয়া সূচক ৩ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৯৮৫ দশমিক ৪৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে এক হাজার ৪৯৬ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইর বাজার মূলধন গতকাল ১ হাজার ৩৯০ কোটি ৯৮ লাখ টাকা থেকে কমে ৩ লাখ ৩৬ হাজার ৫৭৫ কোটি ৫৪ লাখ টাকায় দাঁড়িয়েছে। ডিএসইতে ২৩৯ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে ২৬৩ কোটি ৪৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছিল। এ হিসেবে ২৪ কোটি ৩ লাখ টাকার লেনদেন কমেছে। ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১১২টির দর বেড়েছে, ১৭৯টির কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত হয়েছে। এ দিন ৮ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৩৬০ শেয়ার ৮৫ হাজার ৮৪৬ বার হাতবদল হয়।

গতকাল টাকার অঙ্কে স্কয়ার ফার্মা লেনদেনের শীর্ষে উঠে আসে। কোম্পানিটির ৯ কোটি ৪৭ লাখ টাকা লেনদেনের পাশাপাশি ৩ টাকা ৭০ পয়সা দর বেড়েছে। খুলনা পাওয়ারের ৯ কোটি ৩ লাখ টাকা লেনদেনের পাশাপাশি দর কমেছে ১ টাকা ৯০ পয়সা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৮ কোটি ২৩ লাখ টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ২০ পয়সা, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৮৪ লাখ টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫ কোটি ৮৩ লাখ টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা। এছাড়া কাসেম ইন্ডাস্ট্রিজের সোয়া ৫ কোটি, প্যারামাউন্ট টেক্সটাইলের প্রায় ৫ কোটি, রিং শাইনের ৪ কোটি ৭৮ লাখ, ইউনাইটেড পাওয়ারের ৪ কোটি ৬০ লাখ ও স্ট্যান্ডার্ড সিরামিকের সাড়ে ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

এ দিকে ৯ দশমিক ১৯ শতাংশ বেড়ে আনলিমা ইয়ার্ন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে। ইউনাইটেড পাওয়ার ৭ দশমিক ৬৬ শতাংশ দর বেড়ে ২য় অবস্থানে উঠে আসে। বিডি অটোকারের ৬ দশমিক ২৬ শতাংশ, জিকিউ বলপেনের সাড়ে ৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৬০ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৪১ শতাংশ, কাসেম ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ২৩ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ২৩ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৪ শতাংশ ও হা-ওয়েল টেক্সটাইলের দর ৩ দশমিক ৫১ শতাংশ বেড়েছে।

এছাড়া ৮ দশমিক ৮৯ শতাংশ কমে সমতা লেদার দর পতনের শীর্ষে উঠে আসে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফের ৭ দশমিক ৮০ শতাংশ, পদ্মা লাইফের ৬ দশমিক ৯৫ শতাংশ, এমারাল্ড অয়েলের ৬ দশমিক ৭১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের সোয়া ৬ শতাংশ, সিএনএ টেক্সের সোয়া ৫ শতাংশ, আজিজ পাইপসের ৪ দশমিক ৯০ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৪ দশমিক ৮১ শতাংশ এবং সোনালী আঁশের দর ৪ দশমিক ৭৯ শতাংশ কমেছে।

অন্যদিকে গতকাল সিএসইতে সিএসসিএক্স মূল্য সূচক ৭ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক শূন্য ৯ শতাংশ কমে ৮ হাজার ১০৫ দশমিক ৮৮ পয়েন্টে ও সার্বিক সূচক সিএএসপিআই ১১ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ কমে ১৩ হাজার ৩৭২ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করে। সর্বমোট ২৩০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদের মধ্যে ৬৭টির দর বেড়েছে, ১১৭টির কমেছে ও ৬৭টির অপরিবর্তিত রয়েছে।

এ দিন সিএসইতে ৭ কোটি ৬৩ লাখ ৬ হাজার ৯১৫ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে ৯ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছিল। এ হিসেবে ১ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন কমেছে।

সিএসইতে আরএসআরএম স্টিল লেনদেনের শীর্ষে অবস্থান করে। ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। এর পরের অবস্থানগুলোয় থাকা স্কয়ার ফার্মার সাড়ে ৩২ লাখ, খুলনা পাওয়ারের ২৯ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৯ লাখ, ডরিন পাওয়ারের সাড়ে ২৯ লাখ, আইপিডিসির সাড়ে ২৬ লাখ, বেক্সিমকোর ১৯ লাখ ও যমুনা ব্যাংকের ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

Sharing is caring!