মোহাম্মদ সেলিম


আমি সাংবাদিক..  বিশ্বজোড়া নাম আমার,

দেশজোড়া রয়েছে আবার বদনাম।

আমি সাংবাদিক লোকে বলে আমি শ্রেষ্ঠ চাঁদাবাজ,

আমি শ্রেষ্ঠ দালাল, আমিই বড় মাস্তান।

লোকে বলে প্রতিদিনই টাকা কামাই আমি লাখে-লাখ,

সংবাদ প্রকাশ করলেও টাকা আবার না করলেও টাকা,

                                             শুধু টাকা  আর টাকা।
*****অথচ আমার মাথা গোজার ঠাই টুকুও নেই,
নেই দুবেলা খাবারের কোন নিশ্চয়তা,
আমার পরিবার, সন্তানের  চিকিৎসা হয় অন্যের সহযোগীতা কিংবা কারোনা কারো করুনায়।
আমি সাংবাদিক…!
লোকে বলে শালা টাকা ছাড়া কিছুই বুঝেনা।
আমি সাংবাদিক, সংবাদ প্রকাশ করলে বলে মাল পায়নায়, আর সংবাদ প্রকাশ না করলে বলে মোটা অংকের মাল খাইছে।
আমি সাংবাদিক আমার রাতে নেই ঘুম নেই কোন উৎসব, আমি প্রতিনিয়তই ছুটে চলি কোননা কোন অজানাতে কোন প্রকার অর্থনৈতিক নিরাপত্তা ছাড়াই।
আমি ঝাপিয়ে পড়ি জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং মাদক সহ সকল প্রকার দূর্নীতির বিরুদ্ধে।
আমাকে নিয়ে আমার পরিবার শংকায়ে থাকে প্রতিটা দিন প্রতিটি সময়।
আমাকে প্রতিদিন চাপ সহ্য করতে হয়, জীবনের ঝুকি, খুন, গুম, হামলা, মামলা মোকাবেলা করে জাতীর সামনে তুলে আনি আসল সত্য, উন্মুক্ত করি সকল ভন্ডের মুখোশ।
অথচ আমাকে দেখলে তিরস্কার করে
লোকে বলে ” সাঙ্গাতিক” ।
আমি সাংবাদিক একমাত্র প্রাণী যে নিজের খেয়ে মানুষের কথা বলি, স্বেচ্ছায় মাইনেহীন জীবনের ঘানী টানি। অথচ আমাকে কোন প্রতিষ্ঠান স্বীকৃতি পর্যন্ত দেয়না। রাষ্ট্র কিন্বা প্রশাসন কেউ দেয়না নিরাপত্তা। ব্যাংক, এনজিও এমনকি কোন প্রতিষ্ঠান ঋণ পর্যন্ত দেয়না। আমি রাষ্ট্রের স্তম্ভ অথচে আমার সকল মৌলিক অধীকার থেকেই বঞ্চিত আমি।
-লেখা সংগৃহিত

 মোহাম্মদ সেলিম,  বার্তা সম্পাদক:

Nktvnews24.com/ সাপ্তাহিক আজকালপত্র।

নোয়াখালী জেলা প্রতিনিধি:

CNN বাংলা টিভি ও জাতীয় দৈনিক জনবানী পত্রিকা।

  কবিরহাট উপজেলা প্রতিনিধি:

The Daily Observer

কার্যকরী সদস্য,

বাংলাদেশ রিপোটার্স ক্লাব, নোয়াখালী জেলা শাখা।

Sharing is caring!