চট্টগ্রাম বিভাগ, নোয়াখালী সদর, শিক্ষা, সারা বাংলা | তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০১৯

মো. ইদ্রিস মিয়া:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলমকে গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নোবিপ্রবি শাখা। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর ২০১৯) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে গার্ড অব প্রদান এবং শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনসিসি।
এসময় রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ, হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. মো. আতিকুর রহমান ভুঞা, প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ডিবিএ’র চেয়ারম্যান ড.এস এম নজরুল ইসলাম ও বিএনসিসি’র পিইউও এ. কিউ.এম সালাউদ্দিন পাঠান উপস্থিত ছিলেন।
Leave a Reply