নোয়াখালীর সুবর্নচর উপজেলায় প্রবাসী কামাল হোসেনকে হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

সুবর্নচরের চরকাজী মোখলেছ গ্রামের মালেকের দোকানের সামনে চাঁদা না দেয়ায় প্রকাশ্যে প্রবাসী কামাল হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে সেই দোকানের সামনেই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসী বলেন, গত ৯ জুন মালেকের দোকানের সামনে সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় প্রবাসী কামাল হোসেনকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করা হয়।

হত্যার ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা বাদী হয়ে চরজব্বর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে ঘটনার ২০ দিন পরেও আসামিরা গ্রেফতার হয়নি বরং প্রকাশ্যে ঘুরছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

Sharing is caring!