নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার দেওয়া শান্তি প্রস্তাব ফিরিয়ে নিয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় বসুরহাট বাজারের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে তিনি এ ঘোষণা দেন।

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, দীর্ঘ ৫ মাস ধরে চলা রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে শান্তি প্রস্তাব দিয়েছিলাম। কেউ আমার আহ্বানে সাড়া দেয়নি। তাই আমি শান্তির আহ্বান থেকে সরে গেলাম। এখন থেকে তাদের (প্রতিপক্ষ) যেখানেই দেখবেন, সেখানেই গণধোলাই দেবেন। আমি শান্তির প্রস্তাব দেওয়ার পরও গতকাল বসুরহাটে বাজারে তাণ্ডব চালিয়েছে।

বিকাল ৩টায় রুপালী চত্বরে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ আছে, সবাই থাকবেন। এখন থেকেই জড়ো হোন। কোনো অনিয়ম হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, কেউ চাকরি দিবে বলে চাকরি দেয় না আর গ্যাস দিবে বলে গ্যাস দেয় না। আমি মিথ্যা কথার মধ্যে নাই। আমাকে মেরে ফেললে মেরে ফেলুক, তাও আমি মিথ্যা কথা বলতে পারব না। কাদের মির্জা

বুধবার (২৩ জুন) রাত পৌনে ৮টায় ওবায়দুল কাদেরের ভাগনে ফখরুল ইসলাম রাহাতের বাসায় হামলার ঘটনায় ২৪ জুন বিকেল ৩টায় বসুরহাট রুপালী চত্বরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু।

মাহবুবুর রশিদ মঞ্জু বলেন, আজ থানার সামনে কাদের মির্জার নির্দেশে স্বাধীনতা ব্যাংকার্স এসোসিয়েশনের সদস্য ফখরুল ইসলাম রাহাতের বাসায় হামলা চালানো হয়েছে। হামলার বিচার ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আগামীকাল বিকেল ৩টায় বসুরহাট রুপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। যদি কেউ করতে না দেয়, তাহলে আমরা প্রতিরোধ করব। কাউকে ছাড় দেওয়া হবে না।

Sharing is caring!