NKTV ডেস্কঃ

বিশ্বব্যাপী করোনা  ভাইরাসের তান্ডবে সাধারণ মানুষের দূর্দশা চরমে  উঠেছে।মানবেতর জীবন-যাপন করছে অধিকাংশ মানুষ।বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকার,বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় নোয়াখালী পুলিশ প্রশাসনের তত্বাবধানে সুধারাম থানার আওতাধীন এওজবালিয়া ইউনিয়নের মান্নাননগর বেদে পল্লিতে ত্রাণ বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।  নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। সকাল ১১ঃ০০টা থেকে ১ঃ০০টা পর্যন্ত নিরাপদ দুরত্ব বজায় রেখে এই কার্যক্রম চলমান থাকে।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  দীপক জ্যোতি খীসা(প্রশাসন ও অপরাধ),অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুর রহিম(সদর সার্কেল),সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন এবং এওজবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুর জাহের।পুলিশ সুপার আলমগীর হোসেন সবাইকে সচেতন থাকার আহবান জানান। এরপর পুলিশ প্রশাসনের উদ্যোগে বেদেপল্লির সবাইকে মাস্ক পরিয়ে দেয়া হয়।

Sharing is caring!