এনকে টিভি প্রতিবেদক:

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও ফেনীর সোনাগাজীর বর্ডার এলাকায় স’মিলের গাছ চাপা পড়ে পলাশ (১১), নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

সে ফেনীর সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ ইউনিয়নের বর্ডার এলাকার নুর বক্স দালাল বাড়ির প্রবাসী নাছের’র ছেলে এবং কোম্পানীগঞ্জের চৌধুরী বাজার কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

 

অপরদিকে, এ ঘটনায় শাহীন (১১), নামে অপর এক শিশু গুরুত্বর আহত হয়েছে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে একই বাড়ির কামরুল’র ছেলে।

 

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে বারটার দিকে আবুল কালাম এর স’মিলের রাস্তার পাশে রাখা গাছ চাপা পড়ে মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। স’মিলের মালিক আবুল কালাম মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবদীন এ তথ্য নিশ্চিত করেন।

 

নিহতের কাকা সুজন জানান, দুপুরের দিকে তারা দুইজন মাঠে গরু দেখতে যাওয়ার পথে রাস্তার পাশে রাখা স’মিলের বড় বাংলা বট কড়ই গাছ নিজে নিজে গড়িয়ে পড়ে দুই শিশুকে চাপা দেয়। পরে পলাশকে গুরুত্বর আহত অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং গুরুত্বর আহত শাহীনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তিনি আরও জানান, স’মিলের গাছ তারা জনবহুল রাস্তার পাশে রেখে অবৈধভাবে তারা স’মিলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বর্ডার এলাকায় হওয়ায় ওই স’মিলের মালিক আইন কানুনের তোয়াক্কা করছেনা।

 

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন, ঘটনাস্থল থেকে ফোনে জানান দুর্ঘটনাস্থল কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং ওয়ার্ডের বর্ডার এলাকা।

 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনাস্থলের প্রকৃত ঠিকানা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

  • এনকে টিভি/বি/এস/এম/এস

Sharing is caring!