মো. সেলিম:

নোয়াখালীতে ঘূর্ণিঝড় ‘বুলবুলের তান্ডবে আমন ধান, শীতকালীন সবজিসহ প্রায় ২৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ে ১৫ হাজার হেক্টর আমন ধান, চারশ হেক্টর শীতকালীন সবজি, সাত হাজার পাঁচশ হেক্টর খেসারি ডাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক ডা. মো. আবুল হোসেন বলেন, আমরা কৃষকদের দ্রুত সেচ দিয়ে পানি নিস্কাশন করতে বলেছি এবং আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে মাঠে গিয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

তিনি আরো বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে উন্নত বীজ, সার সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হবে।

Sharing is caring!