মোঃ সেলিম:

জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান বলেন, সারাদেশে ৪৮৯৯৯ অবৈধ নদী ও খাল দখল চিহ্নিত করা হয়েছে। এ দখল ও দূষন উদ্ধার করা সম্ভব। আগামী ১ বছরের মধ্যে দেশের সব জেলায় অবৈধ দখল উচ্ছেদের পরামর্শ দেন। সেই সাথে স্বল্প ও দীর্ঘ মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করতে হবে। জাতীয় নদী রক্ষা কমিশন ফৌজদারী ও পেনাল আইন সংশোধন করে আরো কঠোর করে সংসদে উপস্থাপন করা হবে।

২৬ সেপ্টেম্বর নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যানের সাথে জেলা নদী রক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নদী রক্ষা কমিটির চেয়ারম্যান এসব কথা বলেন।

Sharing is caring!