মো. সেলিম:

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নোয়াখালীর সেনবাগে এক শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর ছাত্রকে শারীরিক ভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বীজবাগ এম কে উচ্চ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী কক্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মোরশেদ আলম মো. ইয়াছিন নামে এক ছাত্রকে চড়-থাপ্পড় ও ব্লাকবোর্ডের ডাস্টার দিয়ে মারধর করার পর এক পর্যায়ে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়ে। পরে ছাত্রের অভিভাবকরা তাকে হাসপাতালে ভর্তি করে, বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নির্যাতনের শিকার ছাত্রের মামা নজরুল ইসলাম জানান, ইয়াছিনের শরীরে অন্তত ১৫টি আঘাতের চিহ্ন রয়েছে। চড়-থাপ্পড়ের কারণে বুকে ব্যাথা করছে। পরে বেশি অসুস্থ হয়ে পরলে দুপুরে আমরা তাকে সেবা মেডিকেল হাসপাতালে নিয়ে আসি।

এদিকে সেবা মেডিকেল হাসপাতালের ডা. মো.নুরুজ্জামান বলেন, দুপুরে ইয়াছিন নামে ওই ছাত্র শরীরে ক্ষতের চিহ্ন নিয়ে হাসপাতালে আসে। তাকে আমরা ব্যথা নাশক ওষুধ দিয়েছি।

এদিকে অভিযুক্ত শিক্ষক মোরশেদ আলম’র ফোনে একাধিক বার কল করেও তাকে পাওয়া যায়নি ।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ জানান, শিক্ষক ছাত্রটিকে ব্লাকবোর্ডের ডাস্টার দিয়ে মারধর করেন সত্য । তবে আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার স্কুলের একটি বৈঠক ডাকা হয়েছে প্রকৃত ঘটনা কী হয়েছিল সেটা তদন্ত করে দেখা হবে ।

Sharing is caring!