প্রতিবেদক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের শিক্ষক তানভির আহমেদ’র ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

প্রভাষক তানভির মুজিব কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক ও ৩৫ তম বি,সি,এস কর্মকর্তা। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কলেজের মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়াও হামলার প্রতিবাদে হামলাকারীদের দ্রুত শাস্তির দাবীতে দ্বাদশ শ্রেণীর প্রি টেষ্ট পরীক্ষা বর্জন করেছে কলেজের শিক্ষকরা।

উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন, উপাধ্যক্ষ সেতারা আক্তার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বাংলা বিভাগের শিক্ষক নুর মোহাম্মদ, মোস্তফা হামেদী, ইসলামী ইতিহাস বিভাগের শিক্ষক ফজলুল্লাহ ফারুকী রায়হান, জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক শিরিন জাহান, রসায়ন বিষয়ের শিক্ষক সঞ্জয় চক্রবর্তীসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ বলেন, একজন শিক্ষকের ওপর হামলা মানে সকল শিক্ষকের ওপর হামলা। এ সময় তিন হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার সময় উপজেলার সরকারি মুজিব কলেজের প্রভাষক তানভীর আহমেদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

এর আগে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সরকারি মুজিব কলেজে ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ২০১৮ এর ইংরেজী পরীক্ষা চলাকালে ১০১ নং কক্ষের পরীক্ষা হলে অনৈতিক সুবিধা না দেয়ার জের ধরে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ওই দিন রাতেই কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার ওই শিক্ষক। ওই শিক্ষক আরও জানান, পাশ্ববর্তী কবিরহাট পৌরসভা ছাত্রলীগের অজ্ঞাত দুই নেতা স্থানীয় ক্ষমতাসীন দলের কয়েকজন ছাত্র সংগঠনের নেতার সহযোগিতায় তার ওপর এ হামলা চালায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ডিগ্রী পাস কোর্স-২০১৮ এর তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলকালীন সরকারি মুজিব কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী পূজান চন্দ্র ঘোষ ও শাহদাৎ হোসেন’র কাছে নকল পাওয়ার কারনে উত্তরপত্র নিয়ে নেন দায়িত্বরত শিক্ষক। পরবর্তীতে ওই দুই ছাত্র ক্ষুদ্ধ হয়ে পরীক্ষা শেষে কলেজের অফিস কক্ষের সামনেই তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে তানভীর আহমেদ’র ওপর হামলা চালানোর চেষ্টা করে। এছাড়াও তারা ওই দিন রাতে তানভীর আহমেদের বাড়া বাসার সামনে অবস্থান নেয়। শুক্রবার রাতে তানভীর আহমেদ উপজেলা মসজিদ থেকে এশার নামায পড়ে বের হলে অজ্ঞাত তিনজন যুবক মোটরসাইকেল যোগে এসে তানভীর আহমেদের উপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “তানভীর আহমেদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

Sharing is caring!